MICRO ECONOMICS


   এ প্লাস হেল্প পয়েন্ট 

            সাফল্যের পথে এক ধাপ এগিয়ে

সর্ট সাজেশন ব্যষ্টিক অর্থনীতি

সূচনা (Introduction)

(1)অর্থনীতি বলতে কী বুঝ ?ব্যষ্টিক অর্থনীতি ও সামষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য তুলে ধর ।অর্থনীতি সমাজের মৌলিক সমস্যা গুলো আলোচনা কর ।
(২) অর্থনৈতিক ব্যবস্থা বলতে কী বুঝ ?বিভিন্ন ধরণের অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট গুলো আলোচনা কর ।
(৩) উৎপাদন সম্ভাবনা রেখা চিত্রের মাধ্যমে ব্যাখ্যা কর । সুযোগ ব্যয় ধারনার সাথে কোন মিল আছে কি ?

চাহিদা ও যোগান (Demand & Supply)

(4)চাহিদা বলতে কী বুঝ ? চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী হয় কেন ?চাহিদা বিধি চিত্রের মাধ্যমে ব্যাখ্যা কর । এ বিধি কি সকল ক্ষেত্রে প্রযোজ্য ?ভোক্তার উদ্বৃত্ত ধারণা টি ব্যাখ্যা কর ।
(৫)বাজার ভারসাম্য বলতে  কী বুঝ ?একটি কাল্পনিক  চাহিদা ও যোগান সমীকরণের আলোকে ভারসাম্যদাম ও পরিমান নির্ণয় কর ।যোগান সূচী ও যোগান রেখার মধ্যে পার্থক্য লিখ । মজুদ ও যোগানের মধ্যে তুলনা কর ।বাজার ভারসাম্যের উপর কর ও ভূর্তকীর প্রভাব ব্যাখ্যা কর ।

চাহিদা ও যোগানের স্থিতিস্থাপকতা  (ElasticityDemand & Supply)

(6) চাহিদার স্থিতিস্থাপকতা   বলতে কী বুঝ ? ইহা কত প্রকার ও কি কি আলোচনা কর  । স্থিতিস্থাপক ও অস্থিতিস্থাপক চাহিদার মধ্যে পার্থক্য লিখ । একটি চাহিদা রেখার বিভিন্ন বিন্দুতে নির্ণয় কর ।
(৭)কোন পণ্যের দাম ১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ১৫০ টাকা হওয়ায়  চাহিদার পরিমাণ হৃাস পেয়ে ১০ একক থেকে ৫ একক হয় । চাহিদার দাম স্থিতিস্থাপকতার মান নির্ণয় কর ।

উপযোগ বিশ্লেষণ (Utility Analysis)

(8) উপযোগ বলতে কী বুঝ ? মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক কী । সংখ্যাগত উপযোগ ও পর্যায়গত  উপযোগ তত্ত্বের মধ্যে পার্থক্য লিখ ।
(৯) ক্রমহৃাসমান  প্রান্তিক উপযোগ বিধিটি চিত্রের মাধ্যমে ব্যাখ্যা কর । সমপ্রান্তিক উপযোগ বিধির সাহায্যে কী ভাবে চাহিদা রেখা অংকন করা যায় ?
(১০)নিরপেক্ষ রেখা ও নিরপেক্ষ মানচিত্র বলতে কী বুঝ ?বাজেট রেখা ও নিরপেক্ষ রেখার মাধ্যমে ভোক্তার ভারসাম্য ব্যাখ্যা কর ।

উৎপাদন তত্ত্ব (Theory of Production)

(11)উৎপাদন আপেক্ষক বলতে কী বুঝ ?মোট  উৎপাদন ,গড় উৎপাদন ও   প্রান্তিক উৎপাদনের  মধ্যে পার্থক্য লিখ ।স্থির ও পরিবর্তনশীল উপাদান কী ?প্লান্ট ,ফার্ম ও শিল্পের মধ্যে পার্থক্য কী ? উৎপাদকের উদ্বৃত্ত ,উৎপাদনকারীর ভারসাম্য অবস্থা  ও শৈল রেখা বলতে কী বুঝ ?
(১২)সম উৎপাদন রেখা ও সম খরচ রেখার সাহায্যে উৎপাদকের ভারসাম্য ব্যাখ্যা কর ।মাত্রাগত উৎপাদন বলতে কী বুঝ ?বিভিন্ন ধরণের মাত্রাগত উৎপাদন চিত্রের মাধ্যমে ব্যাখ্যা কর।
(১৩) একজন উৎপাদনকারী  কী ভাবে নূন্যতম ব্যয়ের উপকরণ  সংমিশ্রণ নির্ধারণ করে । কব-ডগলাস  উৎপাদন আপেক্ষক থেকে সম উৎপাদন রেখা অংকন কর ।

ব্যয় তত্ত (Cost theory)

(14) ?মোট  ব্যয়  ,গড় ব্যয় ও   প্রান্তিক ব্যয় মধ্যে পার্থক্য লিখ । মোট স্থির ও মোট পরিবর্তনশীল ব্যয় কী ? সল্পকালীন গড় ব্যয় রেখা U আকৃতির  ও দীর্ঘকালীন গড় ব্যয় রেখাকে L আকৃতির বা  এনভেলপ বলা হয় কেন ব্যাখ্যা কর ।
(১৫)MR ও AC রেখার সমতা মূলত মুনাফা সর্বোচ্চকরণের জন্য পর্যাপ্ত শর্ত নয় চিত্রের মাধ্যমে ব্যাখ্যা কর।

 পূর্ণপ্রতিযোগীতা মূলক বাজার (Perfect Competition Market)

(16) পূর্ণপ্রতিযোগীতা মূলক বাজারের বৈশিষ্ট গুলো আলোচনা কর ।বিশুদ্ধ পূর্ণপ্রতিযোগীতা মূলক বাজারের সাথে পার্থক্য তুলে ধর ।পূর্ণপ্রতিযোগীতা মূলক বাজারে একটি ফার্মের উৎপাদন বন্ধের বিন্দু চিত্রের মাধ্যমে ব্যাখ্যা কর।
(১৭)পূর্ণপ্রতিযোগীতা মূলক বাজার ও একচেটিয়া বাজারের মধ্যে  পার্থক্য কী ? পূর্ণপ্রতিযোগীতা মূলক বাজারে কোন অবস্থায় একটি ফার্ম ক্ষতি স্বীকার করে ও উৎপাদন চালিয়ে যায় ? পূর্ণপ্রতিযোগীতা মূলক বাজারে একটি ফার্মের  সল্পকালীন  ও দীর্ঘকালীন ভারসাম্য ব্যাখ্যা কর ।
(১৮)পূর্ণপ্রতিযোগীতা মূলক বাজারে সল্পকালীন প্রান্তিক খরচ রেখাই হল ফার্মের যোগান রেখা এ কথা কেন বলা  হয় ?মুনাফা সর্বোচ্চ করণের শর্ত কি কি চিত্রের মাধ্যমে ব্যাখ্যা কর।

একচেটিয়া বাজার (Monopoly Market)

একচেটিয়া বাজারের বৈশিষ্ট গুলো আলোচনা কর । একচেটিয়া ক্ষমতা বলতে কী বুঝ ?কি কি কারণে একচেটিয়া কারবারের উদ্ভব হয় ?
(২০)একচেটিয়া বাজারে একটি ফার্মের  সল্পকালীন  ও দীর্ঘকালীন ভারসাম্য চিত্রের সাহায্যে ব্যাখ্যা কর ।এ বাজারে যোগান রেখা পাওয়া যায় না কেন ?
বি: দ্রষ্টব্য ঃ আমাদের এ সর্ট সাজেশন টি গুরুত্বপূর্ণ সম্ভাব্য প্রশ্নাবলীর ও বিভিন্ন সালের প্রশ্ন পত্রের আলোকে সুচিন্তিত ভাবে রচিত ।আমাদের দীর্ঘ অভিজ্ঞতার ভিত্তিতে আমরা আশা করি প্রশ্ন যে ভাবেই আসুক প্রয়োজনীয় উত্তর সাজেশন এ থাকবে ।

সতর্কতা : আমাদের এ সর্ট সাজেশন টি সম্পূর্ন ধারণার ভিত্তিতে রচিত । তাই শত ভাগ নিশ্চয়তা প্রদান করে না ।  শত ভাগ নিশ্চয়তার লক্ষ্যে পুরো সিলেবাস ভাল করে পড়তে হবে ।

এ প্লাস হেল্প ইন্ডিকেটর  -মদনপুর । রচনায় : প্রভাষক মাহমুদুর রহমান

No comments:

Post a Comment