Micro Economics Handnote

(১)অর্থনীতি বলতে কী বুঝ ? ব্যষ্টিক অর্থনীতি ও সামষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য তুলে ধর ।অর্থনীতি সমাজের মৌলিক সমস্যা গুলো আলোচনা কর ।

উত্তর : অর্থনীতির ইংরেজী Economics শব্দটি প্রাচীন গ্রীক শব্দ oikonomia থেকে এসেছে বলে অর্থনীতিবিদরা মনে করেন ।অর্থনীতির সংজ্ঞা নিয়ে বিভিন্ন অর্থনীতিবিদরা ভিন্ন ভিন্ন মত প্রকাশ করেন ।
অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ বলেন “অর্থনীতি হল এমন একটি সম্পদের বিজ্ঞান যা জাতি সমূহের সম্পদের প্রকৃতি ও কারণ অনুসন্ধান করে ।
অধ্যাপক মার্শালের মতে “অর্থনীতি মানুষের দৈনন্দিন জীবনের সাধারন কার্যাবলী নিয়ে আলোচনা করে ।(Economics is the study of mankind in the ordinary business of life )
অর্থনীতি গবেষক মাহমুদুর রহমান এর মতে “এটি এমন একটি বিজ্ঞান যা মানুষের  অর্থনৈতিক কার্যাবলী ও অসীম অভাব এবং সীমিত সম্পদের বিকল্প ব্যবহারের মাধ্যমে সমন্বয় সাধন করে কী ভাবে সর্বোচ্চ কল্যাণ নিশ্চিত করা যায় তা নিয়ে আলোচনা করে ।

ব্যষ্টিক অর্থনীতি ও সামষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য

১) ব্যষ্টিক যার ইংরেজী শব্দ  (Micro) অর্থ ক্ষুদ্র  । ব্যষ্টিক অর্থনীতি  অর্থনীতির  ক্ষুদ্র   ক্ষুদ্র বিষয়াবলী  নিয়ে আলোচনা করে । অপর দিকে সামষ্টিক যার ইংরেজী শব্দ  (Macro )অর্থ বৃহৎ । সামষ্টিক অর্থনীতি  অর্থনীতির  বৃহৎ তথা সামগ্রিক  বিষয়াবলী  নিয়ে আলোচনা করে ।
২ ) ব্যষ্টিক অর্থনীতি অর্থব্যবস্থার বিভিন্ন একক তথা ব্যক্তিগত চাহিদা,ভোগ,বিনিয়োগ,সঞ্চয় ইত্যাদি নিয়ে আলোচনা করে ।অপর দিকে  সামষ্টিক অর্থনীতি  অর্থনীতির বিভিন্ন বিষয়াবলীকে পৃথক পৃথক ভাবে আলোচনা  না করে সামগ্রিক ভাবে আলোচনা করে । যেমন জাতীয় আয় ,মোট নিয়োগ ,মোট চাহিদা ,মোট বিনিয়োগ,মোট সঞ্চয় ইত্যাদি ।
৩)ব্যষ্টিক অর্থনীতিতে আংশিক ভারসাম্য বিশ্লেষন অধিক ব্যবহৃত হয় অপর দিকে সামষ্টিক অর্থনীতিতে সামগ্রিক  ভারসাম্য বিশ্লেষন অধিক ব্যবহৃত হয় ।
৪) ব্যষ্টিক অর্থনীতি ক্ষুদ্র ও চলক সমূহের মধ্যে কোন যোগসূত্র না থাকায় ভূল কম হয় । অপর দিকে  সামষ্টিক অর্থনীতি   বৃহৎ ও চলক সমূহের মধ্যে পা্রস্পরিক  যোগসূত্র  থাকায় তুলনা মূলক ভূল বেশি  হয় ।

অর্থনীতি সমাজের মৌলিক সমস্যা গুলো : একটি অর্থনৈতিক সমাজের মৌলিক সমস্যা ৩ টি ।
১ )কি উৎপাদন করা হবে  (What to produce)
    

২)কী ভাবে উৎপাদন করা হবে  (How to produce)

৩) কার জন্য উৎপাদন করা হবে ( For whom to be produce )

(২) অর্থনৈতিক ব্যবস্থা বলতে কী বুঝ ?বিভিন্ন ধরণের অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট গুলো আলোচনা কর ।

উত্তর : যে সমস্ত সামাজিক ও আইনগত কাঠামোর মধ্য থেকে মানুষের অর্থনৈতিক কার্যাবলী পরিচালিত হয় তাকে অর্থনৈতিক ব্যবস্থা বলে ।
অর্থনৈতিক ব্যবস্থাসমূহকে চার ভাগে ভাগ করা যায়  । যথা :
১)ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা (Capilistic economic system )
2) সমাজতান্ত্রিক বা নিয়ন্ত্রিত অর্থনৈতিক ব্যবস্থা (Socialistic economic system )
৩)ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা (Islamic economic system )
4)মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা (Mixed economic system )

বিভিন্ন ধরণের অর্থব্যবস্থা্র বৈশিষ্ট গুলো নিম্নে তুলে ধরা হল ।

ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট ঃ-

১)সম্পদের ব্যক্তিগত মালিকানা বিদ্যমান
২)মুনাফা অর্জন
৩)উদ্যোগের স্বাধীনতা
৪)ভোক্তার সার্বভৌমত্ব
৫)অবাধ প্রতিযোগিতা
৬)মালিক শ্রমিকের বিরোধ
৭)স্বয়ংক্রিয় দামব্যবস্থা
8) সুদ ভিত্তিক অর্থব্যবস্থা

সমাজতান্ত্রিক বা নিয়ন্ত্রিত অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট ঃ-

১)রাষ্ট্রীয় মালিকানা
২)সামাজিক কল্যাণ
৩)ব্যক্তিগত মুনাফার সুযোগ নেই
৪)কেন্দ্রীয় পরিকল্পনার মাধ্যমে নিয়ন্ত্রিত
৫)শোষণহীন সমাজ ব্যবস্থা
৬)সামাজিক নিরাপত্তা
৭)ব্যক্তিগত স্বাধীনতার অভাব
৮)জাতীয় আয়ের সুষম বণ্টন
৯)ধনী গরীবের বৈষম্য থাকে না 

ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট ঃ-

১)মূল ভিত্তি কুরআন ও সুন্নাহ
২)অর্থ সম্পদ অর্জনে হালাল হারাম বিবেচনা
৩)অপব্যয় নিষিদ্ধ
৪)ধন সম্পদের ইনসাফ ভিত্তিক বণ্টন
৫)যাকাত ব্যবস্থার প্রবর্তন
৬)বাইতুল মালের প্রতিষ্ঠা
৭)সুদ প্রথা নিষিদ্ধ
8) শোষণের উপায় নিষিদ্ধ
৯)মৌলিক অধিকারের নিশ্চয়তা
১০)সামাজিক কল্যাণ
১১) উত্তরাধিকারী আইনের বাস্তবায়ন
১২)ইসলামী শ্রমনীতির প্রয়োগ

মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট ঃ-

১)ব্যক্তিগত ও সরকারি উভয় মালিকানা বিদ্যমান
২)স্বল্প নিয়ন্ত্রন ব্যতীত ভোগের স্বাধীনতা রয়েছে
৩)স্বল্প নিয়ন্ত্রন ব্যতীত দাম ব্যবস্থা প্রচলিত
৪)সমবায় নীতি
৫)অর্থনৈতিক পরিকল্পনা বিদ্যমান
৬) সেবা ও মুনাফা উভয় নীতি বিরজমান
৭)সরকারি ও বেসরকারি উদ্যোগের সহাবস্থান

(৩) উৎপাদন সম্ভাবনা রেখা চিত্রের মাধ্যমে ব্যাখ্যা কর । সুযোগ ব্যয় ধারনার সাথে কোন মিল আছে কি ?

উত্তর ঃ উৎপাদন সম্ভাবনা রেখা এমন একটি রেখা যার প্রতিটি বিন্দু সীমিত সম্পদের সমন্বয়ে  একাধিক দ্রব্যের সংমিশ্রণে সর্বোচ্চ সম্ভাব্য উৎপাদন  নির্দেশ করে ।
নিম্নে চিত্রের সাহায্যে উৎপাদন সম্ভাবনা রেখা ব্যাখ্যা করা হল ।
    
চিত্রে ভূমি অক্ষ OX কলা ও লম্ব  অক্ষ  OY আমের  উৎপাদন
চাহিদা ও যোগান (Demand & Supply) 
(4)চাহিদা বলতে কী বুঝ ? চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী হয় কেন ?চাহিদা বিধি চিত্রের মাধ্যমে ব্যাখ্যা কর । এ বিধি কি সকল ক্ষেত্রে প্রযোজ্য ?ভোক্তার উদ্বৃত্ত ধারণা টি ব্যাখ্যা কর ।

1 comment: